“টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর পবায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র্যালী , আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে পবা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম ও মো. ওয়াজেদ আলী খান। বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহারের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শিরিন আকতার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএন জহুরুল ইসলাম, উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা আবুল কালাম আজাদ, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা শাহানাজ পারভীন, ইউডিএফ জাকিয়া সুলতানা, বক্তব্য রাখেন নারী সংগঠন উৎস মহিলা সমিতির সভাপতি সুফিয়া হাসান, নওহাটা পৌরসভা কিশোর কিশোরী ক্লাব আবৃত্তি শিক্ষক শাহাদত আলম। এছাড়াও আলোচনা সভায় আরোও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত বিভিন্ন কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি ও সংগীত শিক্ষক এবং ছাত্র ছাত্রীসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমন্ত্রিত অতিথিবৃন্দ ও বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী। উপস্থিত অতিথি বৃন্দ আলোচনা সভায় আন্তর্জাতিক নারী দিবসের উপর বিস্তারিত আলোচনা করেন। উল্লেখ্য আন্তর্জাতিক নারী দিবসের উদযাপন উপলক্ষে কুইজ প্রতিযোগিতায় তিনজন, আবৃত্তিতে তিনজন, ও সংগীতে তিনজন বিজয়ীর মধ্যে পুরুষ্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।