ইউসুফ আলী-রাজশাহী প্রতিনিধিঃ | শনিবার, ০৪ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
পবা উপজেলা প্রথমবারের মতো “আদিবাসী যুবদের অধিকার ও মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় পবা উপজেলা হলরুমে উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিমুল আকতার। অনগ্রসর সমাজ উন্নয়নের নির্বাহী পরিচালক রাজ কুমার শাও এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনীতে বিশেষ অতিথি ছিলেন, দৈনিক সোনার দেশ পত্রিকার (ভারপ্রাপ্ত) সম্পাদক আকবারুল হাসান মিল্লাত। এছাড়াও উপস্থিত ছিলেন আদিবাসী নেত্রী সুমিমা কিস্কুসহ বিভিন্ন আদিবাসী স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতার আদিবাসীদের পরিচয়, সংস্কৃতি, লিঙ্গ বিষয়সহ সংবিধানে বিধৃত অধিকার এবং পাঁচটি মৌলিক চাহিদা নিয়ে আলোচনা করেন। বিশেষ অতিথির বক্তব্য সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আদিবাসীদের সামাজিক অধিকার অর্জনের ক্ষেত্রে আদিবাসী যুবদের গুরুত্বের কথা তুলে ধরেন। এছাড়াও তিনি আদিবাসীদের মানবাধিকার, ভূমি ও সংস্কৃতির অধিকার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। অনগ্রসর সমাজ উন্নয়নের নির্বাহী পরিচালক রাজ কুমার শাও আদিবাসীদের ভূমি অধিকার, নারী অধিকার ও নেতৃত্ব বলেন, ‘আমরা এমন জায়গায় বাস করছি, যেখানে প্রতিনিয়ত ভূমি অধিকার নিয়ে লড়াই করছি এবং লড়াই চালিয়ে যেতে হবে। আমাদেরকে বিভিন্ন ভাবে ইকো-পার্ক, সামাজিক বনায়ন শিল্প প্রতিষ্ঠানের নামে উচ্ছেদ করতে চায় বিভিন্ন মহল। সরকারও জমির অধিকার দিচ্ছে না। মূল সমস্যা এখন দেখা দিচ্ছে, অর্থনৈতিকভাবে আমরা দুর্বল হয়ে যাচ্ছি ‘ বলে জানান তিনি। জানা যায়, অনেক সাঁওতাল, মাহোলী, পাহাড়িয়া, মুন্ডা, মিঞ্জ ও উরাও যুবারা আদিবাসী অধিকার ও মানবাধিকার বিষয়ে অনভিজ্ঞ। তারা বিভিন্নভাবে অবহেলিত ও সরকারিভাবে কিংবা বেসরকারিভাবে সকল সুযোগ-সুবিধা থেকে বষ্ণিত। আদিবসিীদের ভূমি নিয়ে সবচেয়ে বেশি সমস্যা। যা এই ভূমি রক্ষার সম্পর্কে ধারণা যুবদের নেই। তাই নিজস্ব সংস্কৃতি, ভূমি অধিকারসহ নানা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালায় এদিন ধারণা দেওয়া হয়।
Posted ৩:৪৪ অপরাহ্ণ | শনিবার, ০৪ সেপ্টেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।