
ইউসুফ চৌধুরী-রাজশাহী প্রতিনিধিঃ | মঙ্গলবার, ০৯ নভেম্বর ২০২১ | প্রিন্ট
রাজশাহীর পবা উপজেলায় ২৮ নভেম্বর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় অত্র উপজেলার হুজরীপাড়া, দর্শনপাড়া ইউপি নির্বাচন উপলক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। এখন দেশের মানুষ কেউ অনাহারে থাকে না ও বিনা চিকিৎসায় মারা যায় না। বর্তমানে খাদ্য, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। ‘নৌকা প্রতিক দেশের স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক’। পবা উপজেলার ইউপি নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দেয়ার বিকল্প নেই। নৌকা বিজয়ী হলে মানুষের ভাগ্যের অগ্রগতি হবে। সোমবার (৮ নভেম্বর) বিকেলে হুজুরীপাড়া ও দর্শনপাড়া ইউপি নির্বাচনী বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংসদ সদস্য আয়েন উদ্দিন। তিনি আরো বলেন, আওয়ামী লীগ দল ক্ষমতায় আসার পর দেশের উন্নয়নের যাত্রা শুরু হয়েছে। সেই সাথে পবার সকল ইউনিয়নের রাস্তা পাকা হয়েছে। এছাড়াও এই এলাকার প্রায় সবগুলো বিদ্যালয়ে একাডেমিক ভবন হয়েছে। তিনি বলেন, শেখ হাসিনা সরকার ব্যবসা করেনা, মানুষের সেবা করে। দেশের মানুষ আর বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক রাজনীতি দেখতে চায় না, তারা চায় উন্নয়ন। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি। হুজরীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে দারুশা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে সভায় সভাপতিত্ব করেন হুজরীপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. লুৎফর রহমান। হুজরীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হালিমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী। বিশেষ অতিথি ছিলেন, হুজরীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. গোলাম মোস্তফা, পবা উপজেলা ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম ও ওয়াজেদ আলী খাঁন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, পবা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল আহমেদ প্রমুখ। এদিকে দর্শনপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী, রাজশাহী জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর, নওহাটা পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান হাফিজ, রাজশাহী জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আলী আজম সেন্টু, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন মিলন, দর্শনপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. কামরুল হাসান রাজসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
Posted ১:১৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ নভেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।