নিজস্ব প্রতিবেদক: | শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২ | পড়া হয়েছে 82 বার
রাজশাহীর পবা উপজেলার ভুগরইল (সিহাবের মোড়ে) সোনার বাংলা মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। শনিবার (১৭ ডিসেম্বর) উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও রাজশাহী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ ওয়াজেদ আলী খাঁন। চৌধুরী ভিআইপি হাউজিং এর পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আতিকুর রহমান (আতিক চৌধুরী) এর সভাপতিত্বে ও মেট্রোপলিটন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ বজলুর রহমান রানা এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সোনার বাংলা মানব উন্নয়ন সংস্থার সভাপতি রিপন আলী ও সহ-সভাপতি শরিফুল ইসলাম শরিফ, বিশিষ্ট সমাজসেবক দেওয়ান সাদেক আলী, ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজসেবক মোশাররফ হোসেন, শাহমখদুম থানা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নাহিদ হোসেন, নওহাটা পৌর ৭ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আয়নাল হকসহ অত্র এলাকার বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, চৌধুরী ভিআইপি হাউজিং ও সোনার বাংলা মানব উন্নয়ন সংস্থার সদস্যবৃন্দ।
বাংলাদেশ সময়: ১০:২৭ অপরাহ্ণ | শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel