ই্উসুফ আলী চৌধুরী-রাজশাহী প্রতিনিধিঃ | রবিবার, ২২ আগস্ট ২০২১ | প্রিন্ট
রাজশাহী পবার নওহাটায় জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২১ আগস্ট)বিকালে নওহাটা মহিলা ডিগ্রী কলেজ মাঠে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নওহাটা পৌর মেয়র ও পৌর যুবলীগ সভাপতি হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা। প্রধান বক্তা ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন। নওহাটা পৌর যুবলীগের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য আদিবা অনজুম মিতা, জেলা যুবলীগ সভাপতি আবু সালেহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আযম। নওহাটা পৌর যুবলীগ সাধারণ সম্পাদক ও নওহাটা পৌর প্যানেল মেয়র আজিজুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন নওহাটা সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল খালেক, নওহাটা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ কাউছার আলী, কেশরহাট পৌর মেয়র সহিদুজ্জামান শহীদ, পবা উপজেলা যুবলীগ সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম, নওহাটা পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মাননান, পবা উপজেলা ছাত্রলীগ সভাপতি ফরিদুল ইসলাম রাজু। উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এ্যাড. জাকিরুল ইসলাম সান্টু, পবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান, জেলা যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক বিপাশা খাতুন, সাবেক ছাত্রলীগ নেতা ওমর ফারুক ফারদিনসহ রাজশাহী জেলা, পবা উপজেলা, নওহাটা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও যুবলীগ নেতৃবৃন্দ।
Posted ১:০৫ অপরাহ্ণ | রবিবার, ২২ আগস্ট ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।