• শিরোনাম

    পবার নওহাটায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ

    ইউসুফ আলী চৌধুরী-রাজশাহী প্র্রতিনিধিঃ রবিবার, ১৮ জুলাই ২০২১

    পবার নওহাটায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ

    apps

    রাজশাহীর নওহাটায় করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কর্মহীন নিম্ন আয়ের দুঃস্থ অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার(১৮ জুলাই)সকালে প্রধান অতিথি থেকে এ বিতরণের উদ্বোধন করেন পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজ।বিশেষ অতিথি ছিলেন পবা উপসহকারি প্রাণি সম্পদ কর্মকর্তা ও নওহাটা পৌর ট্যাগ অফিসার হেলাল উদ্দিন। অনুষ্ঠানে পৌর মেয়র বলেন, সংসদ সদস্য আয়েন উদ্দিনের সার্বিক সহযোগিতায় এসব ত্রাণ বিতরণ করা হচ্ছে। এই প্রথম নওহাটা পৌরসভায় মাইকিং করে কর্মহীন, গরীব ও অসহায় মানুষদের ডাকা হয়েছে। সরকারিভাবে ৪ হাজার ৬শ’ উপকারভোগির চাল বরাদ্দ পেলেও প্রায় ১০ হাজার অসহায় গরীব মানুষ আবেদন করেছে। যারা আজকে ত্রাণ পাবেনা না তারাও পর্যায়ক্রমে পাবেন। প্রেক্ষিতে সরকারি বরাদ্দের পরে বাকিদের ব্যক্তিগত তহবিল থেকে চাল দেয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন নওহাটা পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পৌর কাউন্সিলর দিদার হোসেন ভুলু, আজিজুল হক, নাজিমুদ্দিন মোল্লা, হাবিবুর রহমান, জাহাঙ্গীর আলম, আবু বাক্কার, রেশভানু, পৌর যুবলীগ সহসভাপতি শফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা মারুফ খান ও উপকারভোগিরা।

    বাংলাদেশ সময়: ১১:৩১ অপরাহ্ণ | রবিবার, ১৮ জুলাই ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ