ইউসুফ আলী চৌধুরী-রাজশাহী প্রতিনিধিঃ | বুধবার, ১৬ জুন ২০২১ | প্রিন্ট
রাজশাহীর পবার দর্শনপাড়া ইউনিয়নে দুঃস্থ, অসহায়ের মাঝে প্রধানমন্ত্রীর উপহার জি আর টাকা বিতরণ করা হয়েছে। বুধবার(১৬ জুন)ইউনিয়ন পরিষদ ভবনে প্রধানমন্ত্রীর উপহার জি আর টাকা বিতরণ করেন দর্শনপাড়া ইউপি’র চেয়ারম্যান কামরুল হাসান রাজ। এদিন ৫শ’জনের মধ্যে ৫শ’টাকা করে জি আর টাকা বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও দর্শনপাড়া ইউনিয়ন ট্যাগ অফিসার সোহেল রানা। এ সময় আরোও উপস্থিত ছিলেন ইউপি’র সচিব আব্দুল্লাহীল কাফী, সদস্য সালাম আলী, মাইমুর রহমান, হাসান আলী, আইনাল হক, নকির আলী, আবুল কালাম আজাদ, গোলাম মোর্ত্তুজা, মেরাজ উদ্দিন, আকমাল হোসেন, জাহানারা বেগম, কাজল রেখা, শারমিন শিলা প্রমুখ। এদিন বিকালে করোনা ভাইরাস রোধকল্পে জনগণের জন্য পরিষদ ভবনে টু ইন ওয়ান ইনফ্লারেড থার্মোমিটারের উদ্বোধন করা হয়েছে। দর্শনপাড়া ইউপি’র চেয়ারম্যান কামরুল হাসান রাজ এ যন্ত্রের উদ্বোধন করেন।
Posted ৯:২০ অপরাহ্ণ | বুধবার, ১৬ জুন ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।