নিজস্ব প্রতিবেদক : | রবিবার, ২৭ মার্চ ২০২২ | পড়া হয়েছে 39 বার
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পবার কাটাখালীতে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) কাটাখালী পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন। কাটাখালী পৌর (ভারপ্রাপ্ত) মেয়র আনোয়ার সাদাত নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী, কাটাখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আবু শামা, সাধারণ সম্পাদক জহুরুল আলম রিপন। পবা উপজেলা আওয়ামী লীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন কাটাখালী পৌরসভার সচিব সিরাজুম মনির। বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর আয়েশা খাতুন, কাটাখালী পৌর যুবলীগ আহবায়ক জনি ইসলাম, পবা উপজেলা ছাত্রলীগ সভাপতি ফরিদুল ইসলাম রাজু, আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগ সদস্য নীলিমা চৌধুরী, জেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আজাদ আলী, পৌর ছাত্রলীগ সভাপতি শাকিলুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক শাকিল আহমেদসহ পৌর কাউন্সিলরবৃন্দ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বীরমুক্তিযোদ্ধাগণ।
বাংলাদেশ সময়: ১২:২৬ অপরাহ্ণ | রবিবার, ২৭ মার্চ ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel