রাজশাহীর পবা উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৩তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের বিজ্ঞান মেলার পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে পবা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লসমী চাকমা। যুব উন্নয়ন কর্মকর্তা এম এন জহিরুল ইসলাম এঁর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আরজিয়া বেগম ও মো. ওয়াজেদ আলী খাঁন, উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম। এছাড়াও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী বিভিন্ন স্কুলের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ। উল্লেখ্য, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর তত্ত্বাবধায়নে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় পৃষ্ঠপোষকতায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ১৫টি স্টল। প্রতিটি স্টলকে মেলায় অংশগ্রহণ করার জন্য সম্মাননা স্মারক (ক্রেষ্ট) এবং বিভিন্ন ক্যাটাগরিতে উৎসাহ প্রদানে শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা স্মারক (ক্রেষ্ট) প্রদান করা হয়। রাজশাহীর পবায় “বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতা: একসূত্রে গাঁথা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বায়া স্কুল এন্ড কলেজ, দ্বিতীয় স্থান নওহাটা মহিলা ডিগ্রি কলেজ এবং তৃতীয় স্থান কাশিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়। এছাড়াও স্কুল এন্ড কলেজ পর্যায়ে বক্তৃতা প্রতিযোগিতা স্কুল পর্যায়ে তিন জনের মধ্যে প্রথম স্থান নওহাটা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সায়েম মোহাম্মদ জীম, দ্বিতীয় স্থান বায়া স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী তায়্যেবা খাতুন, তৃতীয় স্থান নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয় দশম শ্রেণীর ছাত্রী মিনহাতুন নেসা মনিরা এবং কলেজ পর্যায়ে তিনজনের মধ্যে প্রথম স্থান নওহাটা মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী মোসা. আনিকা তাবাসসুম, দ্বিতীয় স্থান কবি কাজী নজরুল ইসলাম কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ইসরাত জাহান, তৃতীয় স্থান নওহাটা মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী নাদিরা জেসমিন নির্বাচিতকে পুরস্কার প্রদান করা হয়।