স্টাফ রিপোর্টার: | রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | পড়া হয়েছে 79 বার
রাজশাহীর পবায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার পবা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
পবা উপজেলা আওয়ামী লীগ ও পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজ সভা পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন পবা উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক আব্দুল মাননান, হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বাবর আলী, পারিলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সোহরাব আলী, দর্শনপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কামরুল হাসান রাজ, হরিয়ান ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জেবর আলী, পবা উপজেলা মহিলা লীগ সভানেত্রী আফরোজা বেগম, সাধারণ সম্পাদক নারিফা বেগম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১০:০৮ অপরাহ্ণ | রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel