
নিজস্ব প্রতিবেদক: | বৃহস্পতিবার, ০২ মার্চ ২০২৩ | প্রিন্ট
পবা উপজেলার হরিপুর ইউনিয়নের আলিমগঞ্জ মাঠে ২০২২-২০২৩ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের সমলয় চাষাবাদে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে ধান রোপন কর্মসূচীর শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ মার্চ) বেলা ১১ টায় পবা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মোজদার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার শামসুন নাহার ভূঁইয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর জেলা কৃষি প্রকৌশলী শাহ সাইদুর রহমান, পবা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রায়হান উদ্দিন, হরিপুর ইউপি চেয়ারম্যান বজলে রেজভী আল হাসান মন্জিলসহ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
উল্লেখ্য অত্র কর্মসূচি আওতায় ১৫০ বিঘা জমিতে হাইব্রিড অ্যরাইজ তেজ গোল্ড জাতের ধান ট্রেতে বীজতলা করে চারা উৎপাদন এবং যন্ত্রের সাহায্যে একই সময়ে রোপন করা হয়। এতে শ্রমিক সাশ্রয়, আর্থিক খরচ কম ও ফসলের জীবন কাল কমিয়ে ফসলের নিবিড়তা বৃদ্ধি করা যায় এবং ফলন বাড়ে।
Posted ১২:২০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ মার্চ ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।