• শিরোনাম

    পবায় প্রথম ধাপে ‘বীর নিবাস’ পেলেন ১০ জন বীর মুক্তিযোদ্ধা

    নিজস্ব প্রতিবেদক: | বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | পড়া হয়েছে 55 বার

    পবায় প্রথম ধাপে ‘বীর নিবাস’ পেলেন ১০ জন বীর মুক্তিযোদ্ধা

    apps

    রাজশাহীর পবা উপজেলায় প্রথম ধাপে বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত ঘর ‘বীর নিবাস’ পেলেন ১০ জন বীর মুক্তিযোদ্ধা। বুধবার গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত ঘর ‘বীর নিবাস’ এর চাবি হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থেকে হস্তান্তর করেন।

    মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও পবা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজনে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ‘বীর নিবাস’ এর চাবি হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা।

    বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ওয়াজেদ আলী খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, উপজেলা যুব উন্নয়ন অফিসার এমএমএন জহুরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কামরুজ্জামান।

    উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল, রফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, সাঈদ আলী মুর্শেদ, শাহাদাত হোসেন সাব্বির, শাহাদাৎ হোসাইন সাগর, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, বিভিন্ন শ্রেণি পেশার মানুষসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

    উল্লেখ্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন ‘অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য ‘বীর নিবাস’ প্রকল্পের আওতায় বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি নির্মাণ করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় পবা উপজেলায় প্রথম পর্যায়ে ৩০ টি ‘বীর নিবাস’ নির্মাণ করা হবে। ইতিমধ্যে ১০ টি কাজ শেষ হয়েছে সেগুলোর চাবি হস্তান্তর করা হয়। আরোও ২০টি কাজ চলমান রয়েছে কাজ শেষ হলে হস্তান্তর করা হবে। একতলা বিশিষ্ট প্রতিটি ‘বীর নিবাস’ এর ব্যয় ধরা হয়েছে প্রায় ১৪ লাখ ১০ হাজার টাকা।

    বাংলাদেশ সময়: ৯:০২ অপরাহ্ণ | বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ