রাজশাহী ইসলামী ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের আয়োজনে পবায় উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১০টায় পবা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, মহিলা ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম, পুরুষ ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন, ইসলামিক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় পরিচালক মুহাম্মদ জালাল আহমেদ। ইসলামিক ফাউন্ডেশন এর পবা প্রতিনিধি মো. রুহুল আমিন নুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন পবা ফিল্ড সুপার ভাইজার মো. মুসলেহুদ্দীন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন মসজিদের প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম গন।