নিজস্ব প্রতিবেদক : | শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২ | পড়া হয়েছে 78 বার
রাজশাহীর পবায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। পবা উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় শুক্রবার অনুষ্ঠিত কর্মসূচির মধ্যেছিল মানববন্ধন ও আলোচনা সভা।
মানববন্ধন শেষে পবা উপজেলা হলরুমে ‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা। অতিথি ছিলেন পবা উপজেলা সহকারি কমিশনার ভূমি অভিজিত সরকার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান, পবা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী দেওয়ান, সদস্য বীর মুক্তিযোদ্ধা দীন মোহাম্মদ দিলু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএনএম জহুরুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা।
পবা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী নাজমুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য জয়িতা রহিমা বেগম, ফজলুর রহমান, মাহবুবুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ৬:০১ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel