
নিজস্ব প্রতিবেদক: | সোমবার, ১৫ জুলাই ২০২৪ | প্রিন্ট
রাজশাহীর পবায় উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৫ জুলাই) সকালে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও এদিন উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত এর সভাপতিত্বে উপজেলা চোরাচালান প্রতিরোধ টাস্কফোর্স কমিটির সভা, উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ প্রতিরোধ কমিটির সভা, উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা, উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা, উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সভা এবং উপজেলা কিশোর-কিশোরী সাইবার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ সম্মেলন ক¶ে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন ডাবলু। উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান রাসেল এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমান হাফিজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরিদুল ইসলাম রাজু ও মহিলা ভাইস চেয়ারম্যান পপি খাতুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. হাবিবা খাতুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএমএন জহুরুল ইসলাম, হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মুঞ্জিল, হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ. হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, দামকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, হরিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেবের আলী, বড়গাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসাইন সাগর, পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আলী মুরশেদ, উপজেলা সহকারী শি¶া অফিসার রোজী খন্দকার, নওহাটা সরকারি উচ্চ বিদ্যালের প্রধান শি¶ক ওমর আলী, উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী রঞ্জন কুমার রায়, ব্র্যাক জেলা সমন্বয়কারী মহসীন আলী সহ সাংবাদিক, আরএমপি পবা এলাকার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এসময় বৃ¶রোপণ কর্মসূচি পালন, চোরাচালান প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ নিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, গ্রাম আদালত শক্তিশালীকরণ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়াও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়।
Posted ৭:১২ অপরাহ্ণ | সোমবার, ১৫ জুলাই ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।