
শফিকুল ইসলাম;বিশেষ প্রতিনিধিঃ | মঙ্গলবার, ২১ জুন ২০২২ | পড়া হয়েছে 63 বার
ধান,নদী,খাল এই তিনে বরিশাল। বরিশালের পিরোজপুরের নাজিরপুর উপজেলা ৯ টি ইউনিয়ন নিয়ে গঠিত আর এ সবকয়টি ইউনিয়নই কৃষি নির্ভর। বেশিরভাগ কৃষকরা কৃষি পন্য মধ্যসত্ত্বভোগীদের মাধ্যমে বাজারজাত করে তাদের জীবিকা নির্বাহ করে।সেক্ষেত্রে কৃষি উৎপাদনকারী কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়। কাঁচা মাল পরিবহনে করে রাজধানীতে পৌছাঁতে ফেরি পারাপারে অধিক সময় লাগায় নষ্ট হয়ে যায় কৃষি পন্য। পদ্মাসেঁতু নির্মানে কৃষি পন্য ব্যবসায়ী,মৎস্য ও মুরগীর খামারীরা লাভের স্বপ্ন বুনছে আর সেঁতুটি উদ্ভোধনের প্রহর গুনছেন।সেতুটি উদ্বোধনের ফলে কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপন্য সরাসরি ঢাকার বাজারে বাজারজাত করে লাভবান হওয়ার সপ্ন দেখছেন। নাজিরপুর মূলত কৃষি প্রধান অঞ্চল, এখানে অধিক পরিমানে মৎস্য ও মুরগীর খামার রয়েছে এছাড়া কৃষি নির্ভর প্রধান অর্থকারী ফসল ধান, গম,ভুট্টা,সূর্যমূখি,সুপারি, নারিকেল,আমরা, পেয়ারা, আম, লিচু মাল্টা, সবুজ শাক,সবজি, বিভিন্ন প্রকার তরি-তরকারি প্রচুর পরিমানে চাষ হয়, যা এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্রীর উদ্দেশ্যে পাঠান হয়। নাজিরপুরের ভাসমান সবজি চাষ বিশ্ব স্বীকৃত। জাতিসঙ্ঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আনুষ্ঠানিকভাবে নাজিরপুরে ভাসমান পদ্ধতির এ চাষাবাদকে স্বীকৃতিও দিয়েছে। তারা স্বীকৃতিপত্র আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করেছে বলে জানা যায়। এ সব কৃষি পন্য, মাছ ও মুরগী মধ্যসত্ত্বভোগী বা পাইকারি ব্যবসায়ীরা গাওখালী বন্দর থেকে একমাত্র লঞ্চ যোগে পরিবহন করে ঢাকায় নিয়ে যায়, যা পরিবহনে অধিক সময় লাগায় কাঁচা মাল নষ্ট হয়ে যায় ফলে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির সম্মুখিন হতে হয়।পদ্মা সেঁতু উদ্বোধন হলে উৎপাদিত পন্য সরাসরি ঢাকায় ট্রাকে পরিবহন করলে সময় কম লাগবে এবং তারা আর্থিক ভাবে লাভবান হবে বলে আশাবাদী ব্যবসায়ীরা। নাজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা দ্বিগবিজয় হাজরা জানান, এ অঞ্চলটি কৃষি প্রধান অঞ্চল। কৃষি খাতের প্রকার বাদ দিলে আয়ের কোন উৎস্য থাকে না, বছরে কৃষি খাত থেকে প্রায় ৫ শত থেকে ৬ শত কোটি টাকা আয় হয়। আর পদ্মা সেঁতু উদ্বোধন হলে আমাদের কৃষি পন্য ব্যবসায়ীরা অল্প সময়ে মালামাল পরিবহন করে রাজধানীতে নিয়ে যেতে সক্ষম হবে এবং তরতাজা পন্য অধিক মূল্যে বিক্রি করতে পারবে তাতে এ অঞ্চলে আগের থেকে আয় বাড়বে। শফিকুল ইসলাম
বাংলাদেশ সময়: ৯:৫০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ জুন ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel