বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

>>

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে শেখ রাসেল মিনি ফুটবল বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত

মোঃ ওমর ফারুক :   |   মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে শেখ রাসেল মিনি ফুটবল বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত

“মনের সুখ খেলা, খেলায় নেই হেলা” স্লোগানকে সামনে রেখে ঐতিহ্যবাহী সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়ে গেলো শেখ রাসেল মিনি ফুটবল বিশ্বকাপ- ২০২৩ এর ফাইনাল খেলা। উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহণ করে ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া। গত ১৮ অক্টোবর ২০২৩ তারিখে উদ্বোধনী খেলার মাধ্যমে শুরু হয় মিনি ফুটবল টুর্নামেন্টটি।

পড়াশোনার পাশাপাশি খেলাধুলা আমাদের দেহ মনকে প্রশান্তি এনে দেয়। তোমরা কোলমমতি শিশুরা জাতির জনক বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলকে স্মরণ করে টুর্নামেন্টকে এতোটা জমজমাট করেছ আমি রীতিমতো হতবাক হয়েছি। কি চমৎকার আয়োজন! তোমাদের জন্য প্রাণঢালা শুভেচ্ছা।” বলছিলেন শেখ রাসেল মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার প্রধান অতিথি ঢাকা-০৫ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনু এমপি মহোদয়।

সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জনাব শামসুদ্দিন ভূইয়া সেন্টু বলেন, পড়াশোনায় যেমন আমরা সেরা, খেলাধুলাতেও দেশ তথা বিশ্ব সেরা হতে চাই। তোমরাই পারবে এ বিজয় ছিনিয়ে আনতে।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লা বলেন, “সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিকভাবে এখন পরিচিত। আমরা পড়াশোনা, খেলাধুলা এবং সকল কো-কারিকুলাম কার্যক্রমের মাধ্যমে অলরাউন্ডার হয়ে সারা দেশ তথা বিশ্বকে তাক লাগিয়ে দিবো। তোমরা এগিয়ে যাও।”

উক্ত ফাইনাল খেলায় বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, লেকচার পাবলিকশনের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ্ব শহিদুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর মাহামুদুল হাসান, গভর্নিং বডির সদস্য জনাব মো জাহাঙ্গীর আলম, জনাব সারোয়ার আরিফ উদ্দিন, ডা. আব্দুল হালিম ভূইয়া এবং এমপি মহোদয়ের পিএস মো. জিয়াউদ্দিন জিয়া। প্রত্যেকেই কোমলমতি শিশুদের পড়াশোনা ও খেলাধুলায় উৎসাহিত করে বক্তব্য প্রদান করেন।

উক্ত খেলায় দুই শাখার সহকারী সম্মানিত প্রধান শিক্ষক, ইংলিশ ভার্সন ইনাচার্জ ও সম্মানিত ইনচার্জরা উপস্থিত ছিলেন। উল্লেখ যে, আজকের ফাইনাল খেলায় তুমুল প্রতিযোগিতা পূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। দর্শকদের উৎসাহ উদ্দীপনায় আরো জমে উঠেছিল খেলাটি। শেষ পর্যন্ত তুমুল লড়াইয়ে ইংল্যান্ড দলের অধিনায়ক মাহিরের দেওয়া দুই গোলে ইংল্যান্ড ২-১ গোলে জয়ী লাভ করে। ক্রোয়েশিয়া ১-২ গোলে হেরে যায়। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে হয় ক্রোয়েশিয়ার তাহসিন। সবচেয়ে বেশি গোল করে গোল্ডেন বুট জিতে নেয় ইংল্যান্ডের মাহির। খেলাটি পরিচালনা করেন সামসুল হক স্কুল অ্যান্ড কলেজ জুনিয়র স্পোর্টস ক্লাবের সম্পাদক ওমর ফারুক মোল্লা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জুনিয়র স্পোর্টস ক্লাবের সভাপতির নির্দেশে সকল ক্লাব কোঅর্ডিনেটর জনাব ঈসমাঈল হোসেন জাবেদ।

মো. আজাদ বাবু
সহকারী শিক্ষক (দিবা)

Facebook Comments Box

Posted ১১:১৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১০ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins