বুধবার ১৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

>>

নৌকা মার্কাই বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে শিখিয়েছে

  |   বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট

নৌকা মার্কাই বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে শিখিয়েছে

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা:

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন, ‘নৌকা মার্কা বাংলাদেশের স্বাধীনতা, উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক। নৌকা মার্কাই বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে শিখিয়েছে।’

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ঈশ্বরদী পুরাতন বাসষ্ট্যান্ডে পৌর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সাবেক এই ছাত্রনেতা আরও বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন ও সততার রোল মডেল হিসেবে বিশ্বের দরবারে পরিচিতি পেয়েছেন। বিশ্ব দরবারে বাংলাদেশ ও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। বিএনপি-জামাতের শাসনামলে বাংলাদেশ সন্ত্রাস ও জঙ্গিবাদের আখড়ায় পরিণত হয়েছিল। তারেক রহমান হাওয়া ভবন প্রতিষ্ঠা করে দেশকে ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিলেন।’

শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী ২৬ সেপ্টেম্বরের পাবনা-৪ আসনের উপনির্বাচনে নৌকা মার্কা প্রতীকের মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাসকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান।

প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, ‘নৌকা স্বাধীনতা, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক। তাই আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। আর ধানের শীষ খুন, জঙ্গিবাদ, ধর্ষণ ও লুটপাটের প্রতীক। তারা ক্ষমতায় থাকলে, হত্যা, রাহাজানি, চুরি, ডাকাতি, জঙ্গিবাদ, জ্বালাও-পোড়াও করে ছারখার করা হয়।’

তিনি বলেন, ‘পাবনা-৪ আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী একজন সৎ ও বীর মুক্তিযোদ্ধা। আগামী ২৬ তারিখের নির্বাচনে এই আসনে অতীতের পাঁচবারের মতো নৌকা আবারো বিজয়ী হলে ঈশ্বরদী ও আটঘোরিয়ায় উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।’

সভার সম্মানিত অতিথি বিশিষ্ট শিল্পপতি ও মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু বলেন, ‘আগামী ২৬ তারিখ স্বাধীনতার পক্ষ ও বিপক্ষ শক্তির পরীক্ষা। দেশের ও মানুষের ভাগ্যের উন্নয়ন চাইলে স্বাধীনতা পক্ষ শক্তির উত্তীর্ণ হতে হবে। মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাসের নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার মধ্য দিয়েই স্বাধীনতার পক্ষ শক্তি আবারো পরীক্ষায় উত্তীর্ণ হবে।’

নৌকার প্রার্থী মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস বুধবার গভীর রাতে নৌকার দুটি নির্বাচনী অফিস ভাংচুর ও গুলি বর্ষণের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা। আমাকে গুলির ভয় দেখিয়ে লাভ নেই। আগামী ২৬ তারিখে ব্যালটের মাধ্যমে এই বুলেটের জবাব দেওয়া হবে।’

ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আবুল কলাম আজাদ মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা।

এসময় আরও বক্তব্য রাখেন, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার সৈয়দ আলী জিরু, পাবনা সদরের উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টু, উপজেলার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, সাবেক এমপি মনজুর রহমান বিশ্বাস, সাবেক এমপি পাঞ্জাব আলী বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম খান, বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু ও মাহজেবিন শিরিন পিয়া প্রমুখ।

Facebook Comments Box

Posted ৮:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আজ বিজয়া দশমী
(937 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১০ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins