আল মাসুদ লিটন | শনিবার, ০৯ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
নৌকায় ভোট দিলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। নৌকা আমাদের উন্নয়নের প্রতীক।
জামালপুুর সমিতি,ঢাকা কর্তৃক আয়োজিত নৌকা বাইচের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি এসব কথা বলেন। শনিবার জামালপুর স্থানীয় ফেরিঘাট সংলগ্ন পুরাতন ব্রহ্মপুত্র নদে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জামালপুর সমিতির সভাপতি হাসান মাহমুদ রাজার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এর সম্মানিত সদস্য মারুফা আক্তার পপি, জামালপুর সদর আসনের সাংসদ আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহমেদ চৌধুরী,আলহাজ্ব সৈয়দ আতিকুর রহমান ছানা,পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান প্রমূখ।সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন।
ফাইনাল খেলায় বিজয়ী ইসলাম পুর উপজেলার নৌকা রকেট।
দ্বিতীয় স্থান অধিকার করেন ইসলাম পুর উপজেলার মনিরাজ, তৃতীয় স্থান অধিকার করে মেলান্দ উপজেলা ইউনিয়নের নৌকা শাহ পরান।
নৌকা বাইচ প্রতিযোগিতায় জামালপুর ও শেরপুর দুই জেলার লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে মনমুগ্ধকর পরিবেশে উদযাপিত হয়।
Posted ৭:১২ অপরাহ্ণ | শনিবার, ০৯ সেপ্টেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।