অনলাইন ডেস্ক | শনিবার, ০৩ অক্টোবর ২০২০ | পড়া হয়েছে 190 বার
নবকন্ঠ ডেস্ক: নৌকাডুবিতে নিখোঁজ হওয়ার সাতদিন পর রাজশাহীর পদ্মা নদীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রী সূচনা ও তার ছোট ভাইয়ের গলিত মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে মরদেহ দুটি নদীতে ভেসে ওঠে। এরপর স্থানীয়রা তাদের মৃতদেহ নদী থেকে উদ্ধার করে পাড়ে নিয়ে আসে।
রাজশাহী নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজশাহীর পবা উপজেলায় পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ সাদিয়া ইসলাম সূচনা ও রিমনকে দুই দিন পরও পাওয়া না যাওয়ায় গত ২৭ সেপ্টেম্বর দুপুরে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করে।
গত ২৫ সেপ্টেম্বর বিকেলে রাজশাহীর পদ্মা নদীতে ১৫ জন যাত্রী নিয়ে ডুবে যায় একটি ছোট নৌকা। সেখান থেকে ১৩ জনকে জীবিত উদ্ধার করা গেলেও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থী সাদিয়া ইসলাম সূচনা ও তার চাচাতো ভাই রিমন নিখোঁজ হন।
বাংলাদেশ সময়: ১০:২৯ পূর্বাহ্ণ | শনিবার, ০৩ অক্টোবর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel