| বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২০ | প্রিন্ট
নোয়াখালী সংবাদদাতা: নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন মামলার আসামি শামসুদ্দিন সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী কালেঙ্গা পাহাড় থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশন পিবিআই, হবিগঞ্জ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার তাকে কালেঙ্গা ত্রিপুরা বস্তি থেকে গ্রেপ্তার করা হয়। সুমন নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার ইখলাছপুর গ্রামের নিয়ামত উল্লাহর ছেলে।
এ বিষয়টি নিশ্চিত করে পিবিআই ইন্সপেক্টর মুক্তাদির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মিয়া কুতুবুর রহমান চৌধুরী নেতৃত্বে পিবিআইয়ের একটি বিশেষ টিম কালেঙ্গা ত্রিপুরাবস্তি এলাকায় অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, যেহেতু মামলাটি নোয়াখালী পিবিআই-এ হিসেবে সেখানেই আসামি শামছুদ্দিন সুমনকে নিয়ে যাওয়া হচ্ছে।
Posted ৩:৪৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।