শুক্রবার ১১ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

>>

নেগেটিভ ইকুইটি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের স্পষ্টীকরণ প্রসঙ্গে

রাহিমা আক্তার রিতা   |   সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২   |   প্রিন্ট


বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশন পুঁজিবাজারের নেগেটিভ ইকাইটি (Negative Equry) বা ঋণাত্মক মূলধনের সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যার ফলে বেশির ভাগ প্রতিষ্ঠান বিগত সময়ে নেগেটিভ ইকুইটি একাউন্টের সব শেয়ার বিক্রি করে এবং মূল কোম্পানি থেকে তার সাবসিডিয়ারিকে বাড়তি মূলধনের যোগান দিয়ে এ সংকট থেকে বের হয়ে এসেছে। তবে অল্প কিছু প্রতিষ্ঠান এখনও নেগেটিভ ইকুইটি সমস্যা হতে বের হতে পারেনি। কমিশন আশা করে স্বল্পতম সময়ে বাকি থাকা বেশির ভাগ প্রতিষ্ঠানগুলো উল্লেখিত সমস্যার সমাধান করতে পারবে। নেগেটিভ ইকুইটি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে এর পরিমাণ ও সংখ্যা সংক্রান্ত ভিন্ন ভিন্ন তথ্য এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে নিজ নিজ নেগেটিভ ইকুইটি শুন্য শতাংশে নামিয়ে আনার নির্দেশ সম্বলিত যে সংবাদ প্রকাশিত হয় তা বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে যা পুঁজিবাজারের উন্নয়নে অন্তরায়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পুঁজিবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থে Securities and Exchange Ordance, ১৯৬৯ এর Section 20A-তে প্রদত্ত ক্ষমতাবলে কমিশনের নির্দেশনা নং বিএসইসি/সিএমআরসিডি/২০০৯-১৯৩/১৯৬ তাং ২৮ ডিসেম্বর ২০১৬, বিএসইসি/সিএমআরআরসিডি/২০০৯-১৯৩/২০৩ তাং ২৮ ডিসেম্বর ২০১৭, বিএসইসি/এসআরআই/এমবিপলিসি/৫/২০১৯/ই৯১ তাং ২৭ জুন, ২০১৮ এবং সর্বশেষ পত্র নং বিএসইসি/এসআরআই/পলিসি৩/২০২০/৬৮ তাং ১২ জানুয়রি, ২০২০ ও বিএসইসিএসআরআই/এমবি/পলিসি-৫/২০২০/১৩২ তাং ৩০ জানুয়ারি, ২০২০ এর মাধ্যমে পর্যায়ক্রমে প্রদত্ত স্টক ডিলার হিসাব, স্টক ব্রোকার এর মার্জিন হিসাব ও মার্চেন্ট ব্যাংকারের নিজস্ব ও মক্কেলের পোর্টফোলিও পুন:মুল্যায়নজনিত অনাদায়কৃত ক্ষতির (Unrealized Lossবিপরীতে রক্ষিতব্য প্রভিশন (Provision) সংক্রান্ত ঐচ্ছিক সুবিধার মেয়াদ ৭ম বারের মত ৩১ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত পুঁজিবাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানসমূহের সংগঠনগুলোর অনুরোধের পরিপ্রেক্ষিতে বর্ধিত করা হয়। উল্লেখ্য, জানুয়ারি, ২০২০ সালের পরে এতদসংক্রান্ত বিষয়ে কমিশন কর্তৃক আর কোন নির্দেশনা প্রদান করা হয়নি।

 

Facebook Comments Box

Posted ১০:৩১ অপরাহ্ণ | সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আজ বিজয়া দশমী
(935 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১০ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com