রবিবার ২০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

>>

নুরুল হক নূর মব সৃষ্টির চেষ্টা করেছে: হাসান মামুন

নবকণ্ঠ ডেস্ক   |   শুক্রবার, ১৩ জুন ২০২৫   |   প্রিন্ট

নুরুল হক নূর মব সৃষ্টির চেষ্টা করেছে: হাসান মামুন

পটুয়াখালীর গলাচিপা-দশমিনার নিজ এলাকায় সাবেক ভিপি নুরুল হক নুর মব সৃষ্টি করার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।

তিনি বলেন: নুরুল হক নুর ৫ আগস্টের পর থেকে দেশের বিভিন্ন জায়গায় তার দলীয় নেতা কর্মীদের দ্বারা মব সৃষ্টি করেছে। এখন নিজ এলাকায় মব সৃষ্টির মাধ্যমে প্রভাব বিস্তার করতে চাইছে। তবে স্থানীয় জনগণ এবং বিএনপির নেতাকর্মীরা নুরের মব সৃষ্টির চেষ্টা রুখে দিয়েছেন।

শুক্রবার বিকেলে বিএনপি নেতা হাসান মামুন এসব কথা বলেন।

নুরুল হক নুরের এ ঘটনার সূত্রপাত প্রসঙ্গে হাসান মামুন বলেন: ইউনিয়ন বিএনপির সভাপতির বিষয়ে ভারসাম্যহীন বক্তব্য দেন নুর। সেই বক্তব্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন ওই বিএনপি নেতা। এরপরই নুর সেখানে মব সৃষ্টির চেষ্টা করে।

হাসান মামুনের দাবি: ‘ইউনিয়ন বিএনপি নেতার সংবাদ সম্মেলনের পর নুর তার দলীয় নেতাকর্মীদের দ্বারা মব সৃষ্টির চেষ্টা করে। এসময় ইউনিয়ন বিএনপির অফিস ভাঙচুর করে তারা। নেতাকর্মীদের রক্তাক্ত ছবি দেখে ইউনিয়ন বিএনপি সাধারণ মানুষকে নিয়ে মব প্রতিহত করে। এসময় নুর পাশ্ববর্তী এলাকায় ছিলেন। বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা সাধারণ জনগণকে নিয়ে তাকে অবরুদ্ধ করে।

‘এরপরও আমি খবর পেয়ে বকুলবাড়ীয়ায় অবরুদ্ধ গণঅধিকার পরিষদ নেতা ও সাবেক ভিপি নুরুল হক নূরকে উদ্ধার করার জন্য পুলিশ প্রশাসনকে অনুরোধ জানাই। এবং বিএনপির সকল নেতাকর্মীদেরকেও শান্ত হয়ে পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছি। কিন্তু নূর প্রশাসনের কোন কথাই শুনেনি। এমনকি বিএনপির পূর্বঘোষিত কর্মসূচিতে প্রশাসন ১৪৪ ধারা জারি করলে বিএনপি সেটি মেনেছে, কিন্তু নূর প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে কর্মসূচি পালন করেছে’, বলেন বিএনপি নেতা হাসান মামুন।

তিনি বলেন: নূর ১৪৪ ধারা জারির কারণে জেলা প্রশাসককে দোষারোপ করেছেন। অথচ পুলিশ প্রশাসনের অনুরোধে ১৪৪ ধারা জারি করেন ইউএনও। এখানে জেলা প্রশাসককে দোষারোপ করা উদ্দেশ্যমূলক। নূর কাউকে মানে না। সে গায়ের জোরে মব সৃষ্টি করে। পরবর্তীতে আবার মার খাওয়ার নাটক করে সিম্প্যাথি পেতে চায়।

বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন: নূর উদ্দেশ্যমূলকভাবে মব সৃষ্টি করে শান্তিপ্রিয় গলাচিপা-দশমিনার পরিস্থিতি উত্তপ্ত ও ঘোলাটে করতে চায়। এ ঘটনায় মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আমি অনুরোধ জানাচ্ছি।

প্রসঙ্গত, গলাচিপা উপজেলার পাতাবুনিয়া বাজারে বিএনপি নেতা হাসান মামুনের অনুসারীরা রাস্তায় গাছ ফেলে হাতে রামদা, রড, লাঠি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ নেতাকর্মীদের অবরুদ্ধ করে রেখেছে বলে অভিযোগ করেছিলেন সাবেক ভিপি নূর। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান মামুন এসব কথা বলেন।

Facebook Comments Box

Posted ৯:২৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ জুন ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আজ বিজয়া দশমী
(1165 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins