সোহাগ ইসলাম নীলফামারী: | শনিবার, ২৮ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে নীলফামারীতে ৩০০ জন অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দেন প্রধান অতিথি রংপুর রেঞ্জের ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ মিজানুর রহমান পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) এসএম রশিদুল হক, পিপিএম।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদককে প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং জেলার বৃত্তবান নাগরিকদেরকে সমাজের অসহায় মানুষের পাশে থাকার আহব্বান জানান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) মোহাম্মদ সারোআর আলম, সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ ও কোর্ট পুলিশ পরিদর্শক, (সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ মমিনুল ইসলাম সহ আরো অনেকে।
Posted ৮:২৪ অপরাহ্ণ | শনিবার, ২৮ জানুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।