
নবিজুল ইসলাম নবীন | শনিবার, ০৬ জুলাই ২০২৪ | প্রিন্ট
নীলফামারীতে আবুল হোসেন (৬৪) নামে ইমামকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত করার পর হাসপাতালে মারা গেছেন তিনি। মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে শনিবার (৬জুলাই) ভোর সাড়ে ৫টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
গত সোমবার (১ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে নীলফামারী এশিয়ান হাইওয়ে রোডের হরতকিতলা থেকে অচিনতলার মাঝামাঝি পল্লী বিদ্যুৎ অফিস এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আবুল হোসেন নীলফামারী সদরে কানাইকাটা তেঁতুলতলা ঘুন্টিরপাড় জামে মসজিদের ইমাম ও খতিব। তিনি সদর লক্ষ্মীচাপ ইউনিয়নের সহদেব বড়গাছা গ্রামের মালুটারি এলাকার মৃত মফিজ উদ্দিন এর ছেলে।
শনিবার সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানার ওসি তানভীরুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ফজরের নামাজ পড়ে বাইসাইকেল যোগে কানাইকাটা তেঁতুলতলা ঘুন্টিরপাড়ে মক্তব পড়াতে যান আবুল হোসেন। পথে হরতকিতলা পল্লী বিদ্যুৎ অফিসের কাছে পৌঁছালে মোটরসাইকেলে করে এসে কে বা কারা তার চোখে মরিচের গুঁড়া দেন। পরে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে কোপ দিয়ে পালিয়ে যায়। তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে একজন অটোচালক উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক রোগীর অবস্থা বেগতিক দেখে রংপুর মেডিকেলে পাঠিয়ে দেন।শনিবার (৬ জুলাই) সকালে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে জখম নিয়ে চিকিৎসা ও আইসিইউতে ভর্তি থাকার পর আজ সকালে কর্তব্যরত চিকিৎসক আবুল হোসেনকে মৃত ঘোষণা করেন।
নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আব্দুর রহিম জানান, গত সোমবার আবুল হোসেনকে গুরুতর আহত অবস্থায় নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। ঘাড়ে ধারালো অস্ত্রে গুরুতর জখম প্রচুর রক্তক্ষরণ হয়। পরে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে রের্ফাড করা হয়।
এ বিষয়ে আবুল হোসেনের ছোট ছেলে গোলাম মোস্তাফা বলেন, ‘আমরা খবর পেয়ে নীলফামারী হাসপাতালে যাই। সেখানকার দায়িত্বে থাকা ডাক্তার বাবার অবস্থা অবনতি দেখে তাৎক্ষণিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করেন। গত সোমবার চিকিৎসাধীন থাকার পর আজ শনিবার ভোরে আব্বা মারা যান। কে বা কারা এমন নির্মমভাবে আমার বাবাকে কুপিয়ে জখম করেছে জানি না। আমার বাবা তো কোনো অপরাধী ছিলেন না। কেন হত্যা করলো আমার বাবাকে। আমরা বাবা হত্যার ন্যায় বিচার চাই।’
নীলফামারী সদর থানার ওসি তানভীরুল বলেন, ‘কি কারণে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো পরিষ্কার নয়। তবে সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত করা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। আশা করছি দ্রুত হত্যার রহস্য উদঘাটন করা সম্ভব হবে।’তিনি আরও জানান, মরদেহ রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল মর্গে রয়েছে। সেখান থেকে ময়না তদন্তের পর মরদেহ নিয়ে আসতে আরও হয়তো একটু সময় লাগবে। আমরা দ্রুত চেষ্টা করছি।
Posted ৬:৪৫ অপরাহ্ণ | শনিবার, ০৬ জুলাই ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।