সোহাগ ইসলাম নীলফামারী: | মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
নীলফামারী জেলা আইনজীবী সমিতির ২০২৩-২৪ মেয়াদের নতুন কার্যকারী কমিটির সদস্যরা দায়িত্ব গ্রহণ করেছেন।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) আইনজীবী সমিতির ভবনে নব-নির্বাচিত পরিচালনা পর্ষদের পরিচিতির পর নতুন কমিটির কাছে দায়িত্বভার অর্পণ করা হয়।দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নির্বাচনের রিটার্নিং অফিসার এ্যাড. আবু আহামেদ নুরুল জাকী আনুষ্ঠানিকভাবে সভাপতি ও সম্পাদক সহ সবার নাম ঘোষণা করেন।
এসময় নব-নির্বাচিত পরিচালনা পর্ষদের কাছে দায়িত্বভার হস্তান্তর করেন জেলা আইনজীবী সমিতির সদ্য সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আলফারুক আব্দুল লতিফ। নব-নির্বাচিত সহ-সভাপতি এ্যাড.আজাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড. অক্ষয় কুমার রায়, সহ-সাধারণ সম্পাদক এ্যাড. কাজী ফয়েজ উল হক শিশির, কোষাধ্যক্ষ এ্যাড.কামরুজ্জামান শাসন, লাইব্রেরী সম্পাদক এ্যাড. গোলাম মোস্তফা (সজীব) এবং ধর্ম ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক এ্যাড.সায়েম আফরিদ মুমু সহ নব-নির্বাচিত কমিটির সদস্যরা দায়িত্বভার গ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্ব পালনকারী এ্যাড. আবু আহামেদ নুরুল জাকী। অনুষ্ঠানে নব-নির্বাচিত কমিটির সকলকে সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির এ্যাড. এ.বি.এম জিকরুল হক বরকত, এ্যাড. মুজাক্কির বিন মর্তুজা (দূর্লভ চৌধুরী), এ্যাড.জুলফিকার আলী ভুট্টু, এ্যাড.আবু সায়েম চৌধুরী, এ্যাড.আল বরকত হোসেইন, এ্যাড.বাবু সুজয় চন্দ্র রায় ও এ্যাড. সামসুজ্জোহা (জোহা) সহ আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২৯ জানুয়ারি নীলফামারী জেলা আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে পুনরায় সভাপতি নির্বাচিত হন এ্যাড.মমতাজুল হক ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন এ্যাড. অক্ষয় কুমার রায়।
Posted ১০:০১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।