সাদেকুল ইসলাম পনির গফরগাঁও প্রতিনিধি: | মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১ | প্রিন্ট
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। সোমবার সকাল ৯ টার দিকে গফরগাঁও-ভালুকা সড়কের পাঁচুয়া এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে এ দুঘর্টনা ঘটে। এসময় ইউএনও মো. তাজুল ইসলাম গাড়িতে ছিলেন না। তবে গাড়ি চালক মো. খসরু সামান্য হয়ে গফরগাঁও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় হঠাৎ একটি গরু সামনে এসে পড়ে। এতে করে গরুর সাথে ধাক্কা লেগে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। গাড়িটির সামনের অংশসহ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ব্যাপারে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজুল ইসলাম জানান, গাড়িটি তেল আনতে পাম্পে যাচ্ছিল। হঠাৎ একটি গরু রাস্তায় উঠে এসে গাড়িটির সামনে পড়ে। এছাড়াও ওই সময়ে পাশে কয়েকজন লোক ছিলেন। ওই লোকজনদের বাঁচাতে গিয়ে দুর্ঘটনাকবলিত হয় গাড়িটি। তিনি শুকরিয়া আদায় করে বলেন, এ যাত্রায় আল্লাহ হেফাজত করেছেন। গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও মানুষতো বেঁচে গেছেন। এ ঘটনায় ইউএনও সবার কাছে দোয়া চেয়েছেন।
Posted ১:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।