সাড়া দেশের ন্যায় পিরোজপুরের নাজিরপুরে কঠোর ভাবে লকডাউনের নির্দেশনা থাকায় ৩য় দিনে হাট বাজার ও দোকানপাটগুলো বন্ধো থাকলেও মানুষের চলাচল আগের মতই রয়েছে। প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অবাদে চলাফেরা করছে জনসাধারণ। প্রসাশেনের পক্ষ্য থেকে উপজেলার প্রবেশ মুখে নজর দারি ও বিধি নিষেধ করলেও মানুষ বিভিন্ন অযুহাতে বের হয়ে অবাধে চলাচল করছে।
সারা দেশের ন্যায় নাজিরপুর সকাল ৬টা থেকে কঠোর লকডাউন শুরু হলেও রাস্তাঘাটে বিভিন্ন যানবাহন চলাচল ও মানুষকে যাতায়াত করতে দেখা গেছে অনেকে আবার মাক্স বিহিন চলাচল করছে তবে লকডাউন মানাতে মাঠে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ ও ডিবি পুলিশ রয়েছে।
অপরদিকে প্রতিনিয়ত করোনায় আক্রান্ত হয়ে ২/১জন করে মারা যাওয়ার খবর পাওয়া যায়। তবে মৃতের পরিবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কথাটি গোপন রেখে দাফন কার্য শেষ করে। ফলে উপজেলায় সর্বত্র করোনা মহামারী মারাত্বক আকারে ছড়িয়ে পড়েছে । যা নাজিরপুরে হাসপাতালের করোনা পরীক্ষার তথ্য অনুযায়ী আক্রান্তের সংখ্যা ৬০ ভাগ।