মেহেদী হাসান সাকিব, নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা: | সোমবার, ০৭ নভেম্বর ২০২২ | পড়া হয়েছে 119 বার
শেরপুরের নালিতাবাড়ীতে পৃথক ঘটনায় দুইজন আত্মহত্যা করেছেন। খাইরুল নামে একজন বিষপান করে ও গৃহবধূ সমলা খাতুন নামে অপরজন ফাঁসিতে ঝুলে অত্মহত্যা করেন। সোমবার (৭ নভেম্বর) উপজেলার কাকরকান্দি ইউনিয়নে এসব ঘটনা ঘটে।
সূত্রে জানা গেছে, নিহত খাইরুল ইসলাম স্ত্রীসহ ঢাকায় বসবাস করতেন। তার স্ত্রী এটি বাসায় ঝিয়ের কাজ করতেন। এমনাবস্থায় ওই বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে স্বামীকে নিয়ে নালিতাবাড়ীর গ্রামের বাড়িতে চলে আসেন। পরে বাসার মালিক নালিতাবাড়ী থানায় এসে চুরির অভিযোগ দাখিল করলে পুলিশ কিছু চোরাই মালামাল উদ্ধার করে তার স্ত্রীকে কারাগারে পাঠায়। এ ঘটনায় ক্ষোভ ও অভিমানে বিষ পান করে সোমবার ভোরে আত্নহত্যা করে সে। খাইরুল ইসলাম কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুর গ্রামের জয়নাল আবদীনের ছেলে।
অপরদিকে, একই ইউনিয়নের বেনুপাড়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী সালমা খাতুন ফাঁসিতে ঝুলে অত্মহত্যা করেছেন। তার পরিবারের লোকজন সিলেটে বসবাস করতেন। পারিবারিক আর্থিক দৈন্যতা অসুস্থ্যতার কারনে তিনি সোমবার সকালে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, উভয় ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
বাংলাদেশ সময়: ৮:৫৩ অপরাহ্ণ | সোমবার, ০৭ নভেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel