রবিবার ২০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

>>

নার্সিং অধিদপ্তরের মহাপরিচালকের নিয়োগ হাইকোর্টে স্থগিত

স্টাফ রিপোর্টার   |   বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫   |   প্রিন্ট

নার্সিং অধিদপ্তরের মহাপরিচালকের নিয়োগ হাইকোর্টে স্থগিত

 নার্সিং ও অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আনোয়ার আকন্দ এর নিয়োগ স্থগিত করে রুল জারি করেছে মহামান্য হাইকোর্ট। গত ২৯ জুন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর এর দ্বৈত বেঞ্চ এই রায় প্রদান করেন।

জনপ্রশাসনের নিয়োগবিধি অনুযায়ী, মহাপরিচালক পদটি অতিরিক্ত সচিব পদমর্যাদার। কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব ও চলতি দায়িত্ব প্রধানের নীতিমালা ২০২৩ অবমাননা করে যুগ্ম সচিব পদমর্যাদার আনোয়ার হোসেন আকন্দকে মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়। বিষয়টি আদালতে মামলা করলে আদালত অভিযোগটি আমলে নেয়। একই সঙ্গে তার নিয়োগ ৩ মাসের জন‍্য স্থগিত করে রায় প্রদান করেন। এছাড়া তার নিয়োগ কেনো অবৈধ ঘোষণা করা হবে না ৪ সপ্তাহের মধ্যে জনপ্রশাসন সচিব ও স্বাস্থ্য সেবা বিভাগের সচিবকে এই রুলের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, আনোয়ার হোসেন আকন্দ আওয়ামী সরকারের সাবেক লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ছিলেন এবং তার বড় ভাই কামরুল হাসান আওয়ামী সরকারের হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ছিলেন। তাদের এক বোন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নিয়োগ পান আওয়ামী সরকারের আমলে। এদিকে একই অধিদফতরের উপ-পরিচালক (শিক্ষা ও শৃঙ্খলা) নিজ বেতনে মোসাম্মৎ মঞ্জু আখতার ও সহকারি পরিচালক (নিজ বেতনে) জরিনা খাতুনের নিয়োগ স্থগিত করেছে আদালত। তারা দুজনই নবম গ্রেডের কর্মকর্তা হিসেবে ৪র্থ গ্রেডের দায়িত্ব পালন করছেন। যা জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগবিধির সাথে সাংঘর্ষিক।

Facebook Comments Box

Posted ৭:২৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আজ বিজয়া দশমী
(1165 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins