
স্টাফ রিপোর্টার | বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ | প্রিন্ট
জনপ্রশাসনের নিয়োগবিধি অনুযায়ী, মহাপরিচালক পদটি অতিরিক্ত সচিব পদমর্যাদার। কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব ও চলতি দায়িত্ব প্রধানের নীতিমালা ২০২৩ অবমাননা করে যুগ্ম সচিব পদমর্যাদার আনোয়ার হোসেন আকন্দকে মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়। বিষয়টি আদালতে মামলা করলে আদালত অভিযোগটি আমলে নেয়। একই সঙ্গে তার নিয়োগ ৩ মাসের জন্য স্থগিত করে রায় প্রদান করেন। এছাড়া তার নিয়োগ কেনো অবৈধ ঘোষণা করা হবে না ৪ সপ্তাহের মধ্যে জনপ্রশাসন সচিব ও স্বাস্থ্য সেবা বিভাগের সচিবকে এই রুলের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, আনোয়ার হোসেন আকন্দ আওয়ামী সরকারের সাবেক লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ছিলেন এবং তার বড় ভাই কামরুল হাসান আওয়ামী সরকারের হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ছিলেন। তাদের এক বোন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নিয়োগ পান আওয়ামী সরকারের আমলে। এদিকে একই অধিদফতরের উপ-পরিচালক (শিক্ষা ও শৃঙ্খলা) নিজ বেতনে মোসাম্মৎ মঞ্জু আখতার ও সহকারি পরিচালক (নিজ বেতনে) জরিনা খাতুনের নিয়োগ স্থগিত করেছে আদালত। তারা দুজনই নবম গ্রেডের কর্মকর্তা হিসেবে ৪র্থ গ্রেডের দায়িত্ব পালন করছেন। যা জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগবিধির সাথে সাংঘর্ষিক।
Posted ৭:২৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।