আব্দুর রহমান,সাতক্ষীরা: | মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট
সাতক্ষীরায় নারী উন্নয়নে জয় মহিলা উন্নয়ন সংস্থা ও রসুলপুর মহিলা উন্নয়ন সংস্থার উঠান বৈঠক ও খাদ্য বিতরণ করা হয়েছে। জয় মহিলা উন্নয়ন সংস্থা ও রসুলপুর মহিলা উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে সোমবার দুপুর ২টায় সাতক্ষীরা শহরের কাটিয়া কাস্টমস গোডাউন মোড় সংলগ্ন জয় মহিলা উন্নয়ন সংস্থার কার্যালয় চত্বরে উক্ত উঠান বৈঠক ও খাদ্য বিতরণ করা হয়। জয় মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী খুরশিদ জাহান শিলা’র সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা। এসময় উপস্থিত ছিলেন রসুলপুর মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী নীলুফার শাহনাজ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের অফিস সহকারি রাজিয়া সুলতানা, দর্জি প্রশিক্ষক নূরিয়া জাহান। উঠান বৈঠকে বাল্য বিয়ে, যৌতুক, ও নারী নির্যাতন প্রতিরোধে গুরুত্বপূর্ণ আলোচনা করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের প্রগ্রাম অফিসার ফাতেমা জোহরা। ওঠান বৈঠকে খালেদা, ববিতা, সুমাইয়া, নাসিমা, নাজমা, সাথি, আঙ্গুরা, কেয়াসহ ৬০ জন নারী অংশ গ্রহণ করেন। ওঠান বৈঠক শেষে অংশ গ্রহণকারি নারীদের মাঝে রান্না করা খাদ্য বিতরণ করা হয়।
Posted ১২:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।