![dainikbanglarnabokantha.com](https://dainikbanglarnabokantha.com/wp-content/themes/dnbkantha-theme/images/main_logo.png)
মোঃ জাফিরুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধিঃ | রবিবার, ০৪ এপ্রিল ২০২১ | প্রিন্ট
নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
শনিবার সকালে দেশব্যাপী ধর্ষন ও নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শহরের মডার্ন মোড় এলাকায় এ কর্মসূচীর আয়োজন করে এইড’র জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্প। এসময় ব্যানার ফেস্টুন নিয়ে মানবাধিকার কর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। ঘন্টাবাপী চলা এই কর্মসূচীতে বক্তব্য রাখেন, এইড’র উপজেলা সামাজিক সহায়তা কমিটির সভাপতি ও মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্প’র সমন্বয়কারী খ.আশাফুন্নাহার আশা, এইড’র সহকারী পরিচালক সুরাইয়া পারভীন শিল্পী, কিশোর দলের সদস্য মুন্না হুসাইনসহ অন্যান্যরা। ধর্ষনসহ নারীর প্রতি সহিংসতা বন্ধে সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানান।
Posted ৩:১৮ অপরাহ্ণ | রবিবার, ০৪ এপ্রিল ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।