আল মাসুদ লিটন জামালপুর জেলা প্রতিনিধি:- | মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১ | প্রিন্ট
“সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে” এই প্রতিপাদ্যের আলোকে জামালপুর সদর উপজেলার তিতপল্লাহ ইউনিয়নের নারায়নপুর তদন্তকেন্দ্রের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে তিতপল্লাহ ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে সম্প্রীতি সমাবেশের আয়োজন করেন জামালপুর সদর থানা পুলিশ প্রশাসন। নারায়নপুর তদন্তকেন্দ্রের ইনচার্জ হাবিবুর রহমানের সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন। এসময় নারায়নপুর তদন্তকেন্দ্রের এসআই রফিকুল ইসলাম, মোঃ মুকুল, এএসআই মনির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দৌলত উজ্জামান, কামালখান হাট বাজারের সভাপতি সামছুল আলম, এমপির ব্যক্তিগত সহকারী সাইফুল ইসলাম রাহাতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা দেশে বিরাজমান সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করে সকল ধর্মের মানুষকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে নিজেদের সকল কার্যক্রম পরিচালনা করা, কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পেলে সাথে সাথে পুলিশকে অবহিত করা এবং প্রতিটি ধর্মের মানুষকে তাদের ধর্মীয় উৎসব যাতে সুন্দর ও সুষ্ঠ পরিবেশে পালন করতে পারে সেই দিকে খেয়াল রাখার আহবান জানান।
Posted ১১:৫৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।