নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আল-মদিনা শপিং কমপ্লেক্সের ৩য় তলায় ১৪ মার্চ ২০২২ ইং সোমবার সকাল ১১ টার সময় মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের হাজী হাফেজ মো: মাসুদের কোর-আন তেলওয়াত ও দোয়ার মাধ্যমে কলাপাতা বার্গার রেষ্টুরেন্ট এর শুভ উদ্ধোধণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, আল-মদিনা শপিং কমপ্লেক্সের মালিক হাজী মোঃ নবী হোসেনসহ কলাপাতা বার্গার রেষ্টুরেন্টের মালিক মামুন সিকদার ও তার সহোদর মাসুম সিকদার এবং মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরাসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা। শুভ উদ্ধোধণ এর পর থেকেই বিখ্যাত বার্গার, পিজ্জা, স্যান্ডউইচসহ অন্যান্য মেনু উপভোগ করতে চলে আসছেন এলাকার জণসাধারণ।
আল- মদিনা শপিং কমপ্লেক্সের লিফটের ৩য় তলায় বেশ অনেকটা জায়গা নিয়ে প্রায় এক সাথে ১৫০ জনেরও বেশি বসার সুবিধাসহ এই আউটলেট হতে পারে পরিবারের সবাইকে নিয়ে সময় কাটানোর জন্য উপযুক্ত স্থান।
সোনারগাঁওয়ে প্রথম কলাপাতা রেস্টুরেন্টের যাত্রা শুরু হয় ২০১০ সালে, যাত্রা শুরুর পর থেকে কলাপাতা রেস্টুরেন্টের বিভিন্ন মেনু অতিথিদের কাছ থেকে অভাবণীয় সাড়া পেয়েছে।
এ বিষয়ে কলাপাতার কর্ণধর মাসুম সিকদার বলেন, কলাপাতা বার্গার রেষ্টুরেন্ট সোনারগাঁওয়ের বাজারে শীর্ষ স্থান অর্জন করতে চায়। কলাপাতা বার্গারের লক্ষ্য দেশব্যাপী রেস্টুরেন্ট চালুর মাধ্যমে অতিথিদের অভিনব সব ফুড আইটেম উপহার দেওয়ার আশা প্রকাশ করেন।