আবু নাঈম | মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ১৯২৩ সালের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পয়ারী, গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের তিন দিন ব্যাপী অনুষ্ঠানের ৬ ফেব্রুয়ারী রোজ মঙ্গলবার ১ম দিন ব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম আরিফুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন পয়ারী ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী (খোকন), ফুলপুর থানার সেকেন্ড অফিসার মেহেদী হাসান সুমন মিয়া, উপজেলা একাডেমি সুপারভাইজার পরিতোষ সূত্রধর সহ অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও গণমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সহঃ প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন খাঁন।
অনুষ্ঠানের ফাঁকে অত্র বিদ্যালয়ের পাঠাগার (বই পড়ার লাইব্রেরী) ও শ্রেণীকক্ষ পরিদর্শন করেন প্রধান অতিথি ইউএনও এ.বি.এম আরিফুল ইসলাম। পরে বিদ্যালয়ের প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য চাহিদাপত্র দিতে বলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী (খোকন) কে। এছাড়াও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মাঝে খেলাধুলার সামগ্রী প্রদান করেন।
আগামীকাল বুধবার ২য় দিন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দুপুর ২ ঘটিকায় অত্র বিদ্যালয়ের শিক্ষক সুব্রত তালুকদার এর পরিচালনায় বিদ্যালয়ে শিক্ষার্থী ধারা সামাজিক নাটক রুপবান কন্যার বনবাস অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ মাহফিল।
Posted ৮:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।