
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ | প্রিন্ট
নানা আয়োজনের মধ্য দিয়ে নরসিংদীর রায়পুরা উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪৩২ বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে।
সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রানার নেতৃত্বে শোভযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ আনুষ্ঠানিকতা শুরু হয়। শোভযাত্রাটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মাঠে এসে সমাপ্তি হয়।
পরে এসো এসো হে বৈশাখ গানের মাধ্যমে নববর্ষকে স্বাগতম জানানো হয়। এরপর রায়পুরা উপজেলা বিয়াম ল্যাবরেটরি স্কুলের সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদেরকে বাঙালির ঐতিহ্য চিড়া, মুড়ি, দই দিয়ে আপ্যায়ন করা হয়।
Posted ৬:৪৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।