
নিজস্ব প্রতিবেদক: | শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
নাটোরের সিংড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) আনোয়ারা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে “দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব)” এর সহযোগিতায় সিংড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর আয়োজনে ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সিংড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ’র সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ আতিকুর রহমান’র সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন কালব’র ব্যবস্থাপনা কমিটির ভাইস চেয়ারম্যান মোছাঃ ফাহমিদা সুলতানা সীমা, প্রধান আলোচক ছিলেন কালব খ-অঞ্চলের ব্যবস্থাপনা কমিটির ডিরেক্টর ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ওয়াজেদ আলী খাঁন।
বিশেষ অতিথি ছিলেন সিংড়া উপজেলা সমবায় অফিসার আব্দুর রাজ্জাক, কালব নাটোর ও বগুড়া জেলার সহকারী জেলা ব্যবস্থাপক নরোত্তম কুমার বিশ্বাস, পাবনা ও সিরাজগঞ্জ জেলার সহকারী জেলা ব্যবস্থাপক কোরবান আলী, কালব এর লালপুর উপজেলা ব্যবস্থাপক অলোক কুমার সরকার, সিংড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সাবেক চেয়ারম্যান ও উদ্যোক্তা মাহাবুবুর রহমানসহ সকল সদস্যবৃন্দ, কালবের বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য এদিন সমিতির বার্ষিক আয়-ব্যয়সহ সমিতির উন্নয়নে বিভিন্ন কার্যক্রম নিয়ে সার্বিক বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শেষে লটারী প্রতিযোগিতার মাধ্যমে কর্মী ও সদস্যদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
Posted ৯:৩৪ অপরাহ্ণ | শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।