শফিকুল ইসলাম,নাজিরপুর প্রতিনিধিঃ | শুক্রবার, ১২ মার্চ ২০২১ | প্রিন্ট
জেলার নাজিরপুরে গতকাল শনিবার দুপুরে গাঁজা গাছের পরির্চযা করার সময় ¡ নাজিরপুর থানা পুলিশ সমীর গাইন(৪৮) নামের এক সফল গাঁজা চাষীকে ২৭টি গাঁজা গাছ সহ গ্রেফতার করে।গেফতারকৃত সমীর গাইন মাটিভাঙ্গা ইউনিয়নের সামন্তগাতী গুচ্ছ গ্রামের সুধীর গাইনের পুত্র। ঘটনা স্থলে গিয়ে দেখা যায়,সমীরনের নিজ ঘরের পিছনে ৮ শতক জমির উপর র্দীঘদিন যাবৎ লোক চক্ষুর অন্তরালে গাঁজা চাষ করে আসছে। চাষকৃত গাঁজা এলাকায় ক্রয়- বিক্রয় করে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
নাজিরপুর থানার চৌকস পুলিশ পরিদর্শক মো. জাকারিয়া (ওসি তদন্ত) সংগীয় অফিসারদেরকে সংগে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে শতাধিক লোকের উপ¯িততে গাঁজা ক্ষেত থেকে ২৭টি গাছ সহ সফল গাঁজা চাষী সমীরনকে গ্রেফতার করে।থানা ভারপ্রাপÍ কর্মকর্তা মো. আশরাফুজ্জামান জানান,এ ব্যপারে নাজিরপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন নিয়মিত মামলা রজ্জু করে আসামীকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।তিনি আরো বলেন, নাজিরপুরে ম্দাক কারবারীদের বিরুদ্ধে জিরো টলারেঞ্জ। অভিযান অব্যাহত থাকবে।
এদিকে বৃহ্সপতিবার বিকেলে এস আই সাইফুলের নেতৃত্তে উপজেলার রুহিতলাবুনিয়া গ্রামের হেলালের বাড়ির সামনে থেকে শহীদুল্লাহ সেখের পুত্র এলাইচ আকাশ আহম্মেদ(৩২)এবং জাহাঙ্গীর মোল্লারার পুত্র রুহুল আমীন মোল্লা(২৪) নামের দুই ইয়াবা ব্যবসায়ীকে ২৫ পিচ ইয়াবা সহ গ্রেফতার করে।গেফতারকৃত ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে নাজিরপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন নিয়ন্ত্রন আইন ২০১৮সনের ৩৬(১) স্বারনীর ১৯(ক)/৪১ ধারায় মামলা রজ্জু হয়েছে।
Posted ৮:১৪ অপরাহ্ণ | শুক্রবার, ১২ মার্চ ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।