শফিকুল ইসলাম,নাজিরপুর(পিরোজপুর)প্রতিনিধিঃ | শনিবার, ০৬ মার্চ ২০২১ | প্রিন্ট
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার উত্তরাঞ্চল বাসী তাদের কাংঙ্খিত র্দীঘা ব্রিজের সুফল পেতে শুরু করেছে।বিগত সরকার গুলো এলাকাবাসীকে বিভিন্ন সময় প্রতিশ্রুতি দিলে ও ব্রিজটি বাস্তবায়ন করেনি। গত বছর আওয়ামীলীগ সরকার ব্রিজটির কাজ সম্পন্ন করে এলাকাবাসীর আকাঙ্খা পুরন করেছে।গত ২০১৯ সালের ১৯এপ্রিল মৎসও প্রানী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম মহোদয় ব্রিজটি উদ্বোধন করেন।
র্দীঘা,চাঁদকাঠী,গাওখালী,নাওটানা,বৈঠাকাটা,মালিখালি,কলারদোয়ানিয়া সহ বিভিন্ন এলাকার লোকজন স্বাধীনতার পর থেকে খেয়া নৌকায় কালিগঙ্গা নদী পার হয়ে উপজেলা সদরের সাথে যোগাযোগ রক্ষা করত।।এসব এলাকার কেহ অসুস্থ হলে তাৎক্ষনিক ভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা সম্ভব হতো না।ব্রিজটির অভাবে উত্তরাঞ্চলবাসী এক সময় খুবই অবহেলিত ছিল।এ উপজেলার বেশীর ভাগ কৃষি পন্য এসব অঞ্চলে উৎপন্ন হয়।ব্রিজের অভাবে সে সময় কৃষকরা এসব কৃষি পন্য একমাত্র ট্রলার যোগে বিভিন্ন হাটে নিয়ে যেত।তখন পরিবহনের অভাবে কৃষকরা তাদের উৎপাদিত পন্যের সঠিক মূল্য পেতনা।ব্রিজটি হওয়ায় উত্তরাঞ্চলবাসী তাদের উৎপাদিত পন্য অল্প সময়ের মধ্যে জেলা সহ উপজেলার বিভিন্ন হাটে বাজারে পৌছে দিতে পারে এবং পন্যের সঠিক মূল্য পায়। এসব এলাকার ছাত্র ছাত্রীরা নাজিরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয়,বালিকা মাধ্যমিক বিদ্যালয়, নাজিরপুর ডিগ্রি কলেজ, বেগম ফজিুলাতুনেচ্ছা সরকারী মহিলা মহাবিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাড়ী থেকে আসা যাওয়া করে শিক্ষা গ্রহন করতে পারে।বাংলাদেশ স্বাধীন হওয়ার র্দীঘ ৪৯ বছর পরে হলে ও ব্রিজটি নির্মিত হওয়ায় উত্তরাঞ্চলবাসীর ভাগ্যোন্নয়ন হয়েছে তাদের জীবন যাত্রার মান উন্নত হয়েছে।ধীরে ধীরে উত্তরাঞ্চলবাসী তাদের কাংঙ্খিত র্দীঘা ব্রিজের সুফল পেতে শুরু করেছে।।
Posted ৩:০৭ অপরাহ্ণ | শনিবার, ০৬ মার্চ ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।