• শিরোনাম

    নাজিরপুরে শ্রীরামকাঠী ইউনিয়ন পরিষদে চলছে রমরমা জন্ম নিবন্ধন বানিজ্য

    শফিকুল ইসলাম, নাজিরপুর প্রতিনিধিঃ মঙ্গলবার, ২৫ মে ২০২১

    নাজিরপুরে শ্রীরামকাঠী ইউনিয়ন পরিষদে চলছে রমরমা জন্ম নিবন্ধন বানিজ্য

    apps

    পিরোজপুরের নাজিরপুরে ৮নং শ্রীরামকাঠী ইউনিয়ন পরিষদে চলছে রমরমা জন্মনিবন্ধন বানিজ্য। কাজটি ইউনিয়ন পরিষদের বাস্তবায়ন করার কথা থাকলে ও করছে তথ্য-ই সেবা কেন্দ্রের অবৈতনিক অস্থায়ী কর্মচারী সুব্রত মন্ডল। প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি,বিদ্যালয়ে উপবৃত্তি প্রাপ্তিতে নগদের পোর্টালে জন্মনিবন্ধন বাধ্যতামুলক হওয়ায় গরীব অসহায় ছাত্র অভিবাবকদের নিকট থেকে দৈনিক হাজার হাজার টাকা এ কাজে দায়িত্ব প্রাপ্ত কর্মচারী সুব্রত মন্ডল হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গিয়াছে। চাহিদা মত টাকা দিতে ব্যর্থ হলে সার্ভার সমস্যা বলে দুর করে দেয় বলে ও অভিযোগ রয়েছে। গরীব ছাত্র অভিবাবকদের অসহায়ত্তের সুযোগে এহেন কর্মকান্ডে সাধারন জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী শ্রীরামকাঠীর বাসিন্দা তাজুল ইসলামের মেয়ে লামিয়া জানান, তার নিকট জন্মনিবন্ধন করতে অভিযুক্ত সুব্রত পাঁচ শত টাকা দাবি করেন। সুব্রত মন্ডলের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, মেম্বর ও চেয়ারম্যানের সিদ্বান্ত অনুযায়ী আমি অর্থ গ্রহন করি। দূর্নীতির দায়ে এ ইউনিয়নের চেয়ারম্যান আত্মগোপনে থাকায় প্যানেল চেয়ারম্যান মো. সেলিম জানান, সরকারী ফি এবং সুব্রতর ব্যক্তিগত সার্ভিস চার্জ বাবদ এক শত টাকা নেয়ার সিদ্বান্ত পরিষদে হয়েছে। তবে ৬নং ইউপি সদস্য আবু তালেব বলেন,এ ব্যপারে আমি কিছুই জানি না।

    বাংলাদেশ সময়: ১০:৪৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ মে ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ