শফিকুল ইসলাম নাজিরপুর(পিরোজপুর) প্রতিনিধিঃ | বুধবার, ১৪ জুলাই ২০২১ | প্রিন্ট
পিরোজপুরের নাজিরপুর উপজেলার চার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা শপথ নিয়েছেন।১৩ জুলাই ২০২১ (মঙ্গলবার)নাজিরপুর উপজেলা পরিষদ চত্বরের স্বাধীনতা মঞ্চে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো : সাজ্জাদ হোসেন এসময় নবনির্বাচিত চেয়ারম্যানদেরকে শপথ বাক্য পাঠ করান এবংসাধারন সদস্যদের শপথ বাক্য পাঠ করান নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ ওবায়দুর রহমান ।এ সময় শপথ গ্রহণ করেন ১নং মাটিভাংগা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো: জাহিদুল ইসলাম (বিলু), ২নং মালিখালি ইউনিয়নের মোঃরুহুল আমিন বাবলু দাড়িয়া,৬নং নাজিরপুর সদর ইউনিয়নের মো: মোশারেফ হোসেন খান ,এবং৭ং শেখমাটিয়া ইউনিয়নের মো: আতিয়ার রহমান চৌধুরী (নান্নু),।পরে সংরক্ষিত নারী ও সাধারন ওয়ার্ডের সদস্যদের শপথ পাঠ করানো হয়। এসময় চার জন চেয়ারম্যান, ১২ জন নারী সংরক্ষিত সদস্য ও ৩৬ জন সাধারন ওয়ার্ডের পুরুষ সদস্য সবাই উপস্তিত ছিলেন ।নবনির্বাচিত জনপ্রতিনিধিদের দেশের স্বার্থে ঐক্যবদ্ব ভাবে কাজ করার আহ্বান জানান পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো : সাজ্জাদ হোসেন । এ সময় শপথ গ্রহন অনুষ্ঠানে অারো উপস্তিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মো : নজরুল ইসলাম বাবুল,বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)সাখাওয়াত জামিল সৈকত। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো: আশরাফুজ্জামান ,জেলা পরিষদ সদস্য মো: সুলতান মাহমুদ খান প্রমুখ।
Posted ১২:০৮ অপরাহ্ণ | বুধবার, ১৪ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।