• শিরোনাম

    নাজিরপুরে রিগ মেশিন চাপায় এক নির্মান শ্রমিকের মৃত্যু দুই জন গুরুতর আহত

    শফিকুল ইসলাম, নাজিরপুর(পিরোজপুর)প্রতিনিধিঃ | বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২১ | পড়া হয়েছে 417 বার

    নাজিরপুরে রিগ মেশিন চাপায় এক নির্মান শ্রমিকের মৃত্যু দুই জন গুরুতর আহত

    নাজিরপুরে রিগ মেশিন চাপায় এক নির্মান শ্রমিকের মৃত্যু দুই জন গুরুতর আহত

    apps

    নাজিরপুরে গতকাল বুধবার বিকেল ৫.০০ ঘটিকায় স্থানীয় স্টেডিয়াম সংলগ্ন নির্মানাধীন মডেল মসজিদের পিলার স্থাপন করতে গিয়ে রিগ মেশিন (বহুতল ভবনের পিলার স্থাপন যন্ত্র) সহ পিলার চাপা পড়ে এক নির্মান শ্রমিকের মৃত্যু হয় এবং দুই জন গুরুতর আহত হয়।মৃতঃ তরিকুল ইসলাম(৪০) ও আহত হাফিজুর রহমান (৩০),মিরাজুল ইসলাম (৩৫) প্রত্যেকের বাড়ি বাগেরহাট জেলার কচুয়া উপজেলার লড়াকু গ্রামে। প্রথমে তাদের গুরুতর আহত অস্থায় নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মোস্তফা কায়সার জানান,অতিরিক্ত রক্ত ক্ষরনের কারনে শ্রমিক তরিকুল ইসলামকে হাসপাতালে আনার সাথে সাথে মৃত ঘোষনা করা হয়েছে ।গুরুতর আহত অন্য দুই শ্রমিকের অবস্থা আশংকা জনক মনে করে তাদের খুলনা মেডিকেল কলেজে প্রেরন করা হয়।উল্লেখ ই এফ টি ই-ই টি সি এল প্রাঃ লিমিটেড নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ১২ কোটি ৩৯ লক্ষ ৮৩ হাজার ২ শত আটাশি টাকায় গনপূর্ত অধিদপ্তরের অর্থায়নে নাজিরপুর উপজেলা মডেল মসজিদ নির্মান কাজটি বাস্তবায়ন করছে।

    বাংলাদেশ সময়: ৬:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ