শফিকুল ইসলাম,নাজিরপুর প্রতিনিধি: সোমবার, ১০ মে ২০২১
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে নাজিরপুরে গতকাল সোমবার সকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। নাজিরপুর উপজেলা পরিষদ চত্বরে স্বাধীনতা মঞ্চে উপজেলা চেয়ারম্যান মাষ্টার অমূল্য রঞ্জন হালদারের সভাপতিত্তে¡ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে সভায় বক্তারা পিরোজপুর-১ আসনে গত ২ বছরের উন্নয়ন দেখে আওয়ামীলীগের একটি বিশেষ মহল ঈর্ষান্নিত হয়ে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিমের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র কারীরা মুসলিম নারীকে শাখা সিঁদুর পড়িয়ে হিন্দু বানিয়ে এবং মিথ্যা তথ্য উপস্থাপন করে একটি তথাকথিত ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে মন্ত্রী শ.ম রেজাউল করিম ও তার পরিবারকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করছে বলে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিফ, বিশিষ্ট সমাজসেবক মোঃ নজরুল ইসলাম বাবুল, পিরোজপুর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান জিয়া, কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য আতিয়ার রহমান চৌধুরী (নান্নু), প্রেসক্লাবের সভাপতি সিদ্দিকুর রহমান (তুহিন), উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান রঞ্জু, আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ আলম ফরাজী ও নির্ঝর কান্তি বিশ^াস, সাংগঠনিক সম্পাদক মাষ্টার মনিরুজ্জামান আতিয়ার, যুবলীগের সভাপতি এম খোকন কাজী, যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ^াস, ছাত্রলীগের আহবায়ক তরিকুল ইসলাম চৌধুরী তাপস, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ আলামিনও নাঈম হাওলাদার,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য তিমির হালদার (তুহিন), স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ আলামিন খান প্রমূখ।
বাংলাদেশ সময়: ৭:৩৩ অপরাহ্ণ | সোমবার, ১০ মে ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel