শফিকুল ইসলাম, নাজিরপুর,পিরোজপুর | বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১ | পড়া হয়েছে 1150 বার
পিরোজপুরের নাজিরপুরে ২ নং মালিখালী ইউনিয়নের চেয়ারম্যান সুমন মন্ডল মিঠুর সাময়িক বরখাস্তের আদেশ ১৭ জুন বৃহস্পতিবার প্রত্যাহার করেছে স্থায়ীন সরকার বিভাগ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় ইউপি-১ শাখার উপ-সচিব মোঃ আবু জাফর রিপন পিএএ এর স্বাক্ষরিত ৫০২ নং স্মারকের প্রেরিত এক জারীকৃত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করে।
উল্লেখ্য স্থানীয় সরকার বিভাগ গত ২৭ এপ্রিল ৪০৩ নং স্মারকে জারীকৃত তার বিভিন্ন অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়েছিলেন। বাংলাদেশ আওয়ামীলীগের মনোনিত প্রার্থী সুমন মন্ডল মিঠু আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনের নৌকা প্রতীক নিয়ে তিনি উক্ত ইউনিয়নে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
বাংলাদেশ সময়: ৬:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel