শফিকুল ইসলাম, নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি: | মঙ্গলবার, ২৫ মে ২০২১ | প্রিন্ট
পিরোজপুরের নাজিরপুরে থানা পুলিশ মলম পার্টির সক্রিয় সদস্য ১৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জালাল শেখ (৪৫) কে গত সোমবার রাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জালাল শেখ উপজেলার চৌঠাইমহল গ্রামের শাহাআলম শেখের ছেলে। থানা সূত্রে জানা যায়, নোয়াখালী জেলার চাঁটখিল থানায় ২০০২ সালের ২৮ নভেম্বর, দঃ বিঃ ৩২৮/৩৭৯ ধারায় তার বিরুদ্ধে মামলা হওয়ায় জেলা ও দায়রা জজ আদালত এর বিচারিক হাকিম আসামী জালাল শেখকে ১৩ বছরের সাজা প্রদান করেন। দীর্ঘদিন পলাতক থেকে সাজা প্রাপ্ত আসামী জালাল সেখ প্রশাসনের চোখ ফাঁিক দিয়ে আত্মগোপনে থেকে বিভিন্ন অপকর্ম করে আসছে বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নাজিরপুর থানার এস আই মোঃ সাইফুল ইসলাম ,এ এস আই ইমাম হোসেন ও আব্দুর রহমানের নেতৃত্বে সেখমাটিয়া ইউনিয়নের বাবুরহাট নামক বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জালালের গ্রেফতারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে জনমেেন স্বস্তি ফিরে আসে। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান জানান, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত পলাতক আসামী জালাল শেখ এর বিরুদ্ধে আমাদের থানায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট আসায় আমরা তাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করি। গ্রেফতারকৃত জালাল শেখের নাজিরপুর থানায় ও মামলা রয়েছে।
Posted ৬:৩৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ মে ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।