• শিরোনাম

    নাজিরপুরে ভতিজাদের হাতে চাচা নিহত

    শফিকুল ইসলাম, নাজিরপুর(পিরোজপুর)প্রতিনিধিঃ | বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১ | পড়া হয়েছে 287 বার

    apps

    পিরোজপুর জেলার নাজিরপুরে গতকাল বুধবার ৯ ঘটিকায় শেখমাটিয়া ইউনিয়নের বাকশী গ্রামের মো. মহসিন মোল্লা(৫৫) নামের এক ব্যক্তি আপন ভাতিজাদের হাতে নিহত হয়।স্থানীয় সুত্রে জানা যায়, গাছ থেকে নারিকেল পাড়াকে কেন্দ্র করে কলহের জেরে গোলাম রসুল মোল্লা(৩৮) ও রিয়াজ মোল্লা(৩২) সমিলের বাকলি দিয়ে মহসিনের কাঁধের উপর অর্তকিত আঘাত করলে মহসিন গুরুতর অসুস্থ হয়ে পড়ে। গোলাম রসুল ও রিয়াজ মোল্লা নিহত মহসিনের আপন ভাই রুস্তুম মেল্লার ছেলে। ত্ৎাক্ষনিক ভাবে মহসিনকে এ্যম্বুলেন্সে খুলনা মেডিকেল কলেজে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্য রত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম জানান,আমি খবর পেয়ে সাথে সাথে পুলিশ পাঠিয়ে গোলাম রসুল মোল্লা ও রিয়াজ মোল্লাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। এ ব্যপারে মামলার প্রস্তুতি চলছে।

    বাংলাদেশ সময়: ৫:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ