মোঃশফিকুল ইসলাম, নাজিরপুর (পিরোজপুর)প্রতিনিধিঃ | বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২ | প্রিন্ট
পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের পূর্ব বানিয়ারী গ্রামের বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ এবিএম রেজাউল করিম (৭৫) আর নেই। তিনি গতকাল বুধবার (২৬জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তাকে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের উত্তর-পূর্ব বানিয়ারী ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাজা শেষে স্থানীয় পূর্ব বানিয়ারী গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালীন তিনি তাহার স্ত্রী ও এক পুত্রসন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।তিনি পেশাগত জীবনে ১নং মাটিভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, মাটিভাঙ্গা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ্ সাদীদ এর নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধার প্রতি সম্মান প্রদর্শন করেন নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহিদুল ইসলাম সহ পুলিশের একটি চৌকস দল। এর আগে বীর মুক্তিযোদ্ধার কফিনে শ্রদ্ধা জানান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ লতিফ,বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা শেখ নজরুল ইসলাম বাবুল,মুক্তিযোদ্ধা মোঃ আইয়ুব আলী শেখ,মুক্তিযোদ্ধা মোঃ মোসলেম কাজী, মুক্তিযোদ্ধা কামাল হায়দার, মুক্তিযোদ্ধা হমায়ুনকবির, মাটিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন (বিলু) এবং মাটিভাঙ্গা ডিগ্রি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
Posted ৭:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।