পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ বরইবুনিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ জহিরুল হক(মজনু)শেখ(৬৫) আর নেই। তিনি বৃহস্পতিবার (০৭অক্টোবর) রাত ১০ টায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৮অক্টোবর (শুক্রবার ) সকাল ১০.৩০টায় বরইবুনিয়া ঈদগাঁমাঠে জানাযা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মৃত্যুকালীন তিনি তাহার দুই স্ত্রী, তিন পুত্র ও তিন কন্যাসন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।তিনি পেশাগত জীবনে ১নং মাটিভাঙ্গা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃওবায়দুর রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধার প্রতি সম্মান প্রদর্শন করেন মাটিভাঙ্গা পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মোঃ হারুনর রশীদ সহ পুলিশের একটি চৌকস দল।
এর আগে বীর মুক্তিযোদ্ধার কফিনে শ্রদ্ধা জানান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ লতিফ,বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা শেখ নজরুল ইসলাম বাবুল,মুক্তিযোদ্ধা মোঃ আইয়ুব আলী শেখ,মুক্তিযোদ্ধা মোঃ মোসলেম কাজী, মুক্তিযোদ্ধা কামাল হায়দার, মুক্তিযোদ্ধা হমায়ুনকবির, মাটিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন (বিলু)।