
মোঃশফিকুল ইসলাম।নাজিরপুর(পিরোজপুর) প্রতিনিধিঃ | শনিবার, ০৭ আগস্ট ২০২১ | প্রিন্ট
পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাইমহল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন (৮৬) আর নেই। তিনি শনিবার (০৭আগস্ট) সকাল সাড়ে ১০ টায় নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দুপুর ২ টায় জানাযা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মৃত্যুকালিন তিনি তাহার স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসন্তান রেখে গেছেন ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃওবায়দুর রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধার প্রতি সম্মান প্রদর্শন করেন নাজিরপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান সহ পুলিশের একটি চৌকস দল।
এর আগে বীর মুক্তিযোদ্ধার কফিনে শ্রদ্ধা জানান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষে বীর মুক্তিযোদ্ধা মোঃমাহাবুব শেখ, উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধার সন্তান শেখ মোস্তাফিজুর রহমান(রন্জু),শ্রীরামকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন বেপারি,বীর মুক্তিযোদ্ধা মোঃআকরাম হোসেন হাওলাদার এবং ৪নং ওয়ার্ডের মেম্বার মোঃ রুস্তমআলি হাওলাদার।
Posted ৫:০৮ অপরাহ্ণ | শনিবার, ০৭ আগস্ট ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।