শফিকুল ইসলাম, নাজিরপুর(পিরোজপুর)প্রতিনিধিঃ | মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১ | প্রিন্ট
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বন বিভাগের অবহেলায় ধ্বংস হয়ে যাচ্ছে উপজেলার বনায়ন প্রকল্পের লক্ষ লক্ষ টাকার সরকারী গাছ। বন বিভাগের অফিস সুত্রে জানা যায়, উপজেলার ৯টি ইউনিয়নে ৪৫০ কিঃ মিঃ এলাকা জুড়ে বনায়ন রয়েছে।।দেশের উপর দিয়ে বয়ে যাওয়া ভয়াবহ বন্যা বুলবুল ও আম্ফানে উপড়ে পড়া গাছের ৭টি লট রয়েছে যার আনুমানিক মূল্য ১০/১২ লক্ষ টাকা হবে।এ উপড়ে পড়া গাছগুলো বন কর্মকর্তা শ্রমিক দিয়ে কেটে স্ব-স্ব এলাকার বনায়ন প্রকল্পের সভাপতির জিম্মায় রেখে দেয়। কাটা গাছগুলো লট আকারে র্দীঘ দিন যত্রতত্র ভাবে খালের চরে ফেলে রেখে দেয়ার ফলে মাটি চাপা পড়ে ধ্বংস হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ টাকার সরকারী গাছ।।এত করে এক দিকে সরকার হারাচ্ছে রাজস্ব অপরদিকে বনায়ন প্রকল্পের সদস্যরা বঞ্চিত হচ্ছে তাদের ন্যায্য পাওনা থেকে।শ্রীরামকাঠী-পাজরাপাড়া বনায়ন প্রকল্পের সভাপতি মো. আলতাফ হোসেন মল্লিক জানান,জিম্মাকৃত গাছ ছাড়া ও অনেক গাছ আম্ফানে পানিতে ভেসে গেছে এবং এখন ও কিছু গাছ ঝুকিঁপূর্ন অবস্থায় রয়েছে। যত ধ্রæত এ গাছগুলোর টেন্ডার প্রক্রিয়া করা যায় বন কর্মকর্তার সে ব্যবস্থা নেয়া উচিত। তাতে বনায়নের উপকার ভোগীরা উপকৃত হবে। এ ব্যাপারে বন কর্মকর্তা মো. সেলিম জানান,লটগুলো টেন্ডার করানের জন্য বাগেরহাটে বিভাগীয় বন কর্মকর্তা নিকট প্রস্তাব প্রেরন করা হয়েছে। যে কোন মুহুর্তে টেন্ডার হবে।
Posted ৮:৫৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।